দুর্গাপুর: ২০০০ সালে যাত্রা শুরু করেছিল Dr. B C Roy Engineering College (BCREC)। ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরভর নানা কর্মসূচীর আয়োজন করা হচ্ছে। বুধবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এসেছিলেন ইসরোর মার্স অরবিটার মিশনের প্রকল্প আধিকারিক পদ্মশ্রী ড. সুব্বিয়া অরুনন (Dr. Subbiah Arunan)।
তিনি জানান, ভারতের মার্স মিশন নাসার থেকে নানা দিক থেকে মৌলিক ছিল। নাসার মিশনের খরচ হয়েছিল ৬৫০০ কোটি টাকা। সেখানে ইসরোর মিশনে মাত্র ৪৫০ কোটি টাকা ব্যয় হয়। সবথেকে কম সময়ে, নাসা যেখানে ৬ বছর সময় নিয়েছিল সেখানে ইসরোর লেগেছিল মাত্র ১৫ মাস। এছাড়াও ডিপ স্পেশ কমিউনিকেশন এবং প্রযুক্তিগত সমস্যা পুনরুদ্ধারের ক্ষেত্রে ইসরোর মহাকাশযানে সম্পূর্ণ অন-বোর্ড অটোনমি প্রযুক্তি ব্যবহার করা হয়। মাইনাস দুশো ডিগ্রি ঠাণ্ডা তাপমাত্রায় সোলার প্যানেলের কাজ করানোও ছিল একটি চ্যালেঞ্জ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ড. সুব্বিয়া অরুনন আরও জানান, এই মিশনেই মহাকাশ ইতিহাসে প্রথমবারের মতো ডেল্টা ওয়ান এবং কোয়াসার প্রযুক্তি ব্যবহার করা হয়। এমনকি মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠানোর পদ্ধতিও নাসার থেকে ভিন্ন ছিল। ইসরোর মহাকাশযানটিকে ক্ষতি এড়িয়ে বৈদ্যুতিক চার্জযুক্ত ভ্যান অ্যালেন বেল্ট ৩৯ বার অতিক্রম করতে হয়েছিল। প্রকল্পের বৈজ্ঞানিক উদ্দেশ্য ছিল দেশীয় বৈজ্ঞানিক যন্ত্র দ্বারা মঙ্গল গ্রহের প্রকৃতি, খনিজ, বায়ুমণ্ডল অনুসন্ধান করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, পড়ুয়া, কর্পোরেট এবং চিকিৎসকেরা। অরবিটার মিশন সংক্রান্ত নানা প্রশ্নেরও উত্তর দেন ড. সুবিয়া অরুনন।
জীবনের প্রতীক হিসাবে একটি গাছে জল দেওয়ার মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। ড. অরুননকে উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করে নেন কলেজ সোসাইটির সম্পাদক তরুণ ভট্টাচার্য। সভাপতি ড. সত্যজিৎ বসু স্বাগত ভাষণ দেন। উদ্বোধনী বক্তব্য রাখেন MAKAUT এর প্রাক্তন উপাচার্য তথা BCREC এর মুখ্য উপদেষ্টা ড. সৈকত মিত্র। ড. সুবিয়া অরুননকে উপস্থিত সবাই দাঁড়িয়ে ও হাততালি দিয়ে স্বাগত জানান। সমাপ্তি ভাষণ দেন BCREC এর অধ্যক্ষ ড. সঞ্জয় এস. পাওয়ার। তিনি বলেন, “আমাদের সবসময় বড় স্বপ্ন দেখা উচিত। কলেজ থেকে এবার BCREC একটি মাল্টিডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয় হওয়ার পথে এগিয়ে চলেছে।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ সোসাইটির সম্পাদক তরুণ ভট্টাচার্য, সভাপতি ড. সত্যজিৎ বসু, সহ সভাপতি মিতা মিত্র, কোষাধ্যক্ষ জার্নেল সিং, কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার প্রমুখ। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।