দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩ জুন ২০২৩: ওড়িশার বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যুর সীমা ছাড়ালো দু’শোর বেশি।আহত হাজারের বেশি।রাত ভোর চলেছে উদ্ধার কাজ চলেছে। সূত্রের খবর, উদ্ধার কাজ যত এগোবে তত মৃত্যুর সংখ্যা আহতের সংখ্যা বাড়বে।
ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ রেলের পদস্থ অফিসারেরা।পুরো ঘটনার বারবার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী। হাওড়া স্টেশনে ভিড় করেছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের আত্মীয়ের। ইতিমধ্য কেন্দ্র সরকার দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গকে এককালীন ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা, আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।
উল্লেখ্য গতকাল দুপুর ৩টে নাগাদ হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে ছেড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। বালেশ্বরের কাছে সন্ধ্যা ৭টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের ২৩ কামরা। জানা গিয়েছে, মৃত্যু মিছিল টপকে চলেছে দেদার লুট। #trainaccidentatbalasore
যোগাযোগের হেল্প লাইন-
হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য 033 2638 2217, খড়গপুর ডিভিশনের যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর হল 8972073925/9332392339, বালাসোর ডিভিশনের জন্য হেল্পলাইন নম্বর 8249591559/ 7978418322 এবং শালিমার শালিমার ডিভিশনের জন্য 9903370746
দুর্ঘটনায় বিপদগ্রস্ত যাত্রীদের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার নম্বর হল 6782262286। যে কোনও রকমের সাহায্যের জন্য এই নম্বরে যোগাযোগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।