দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ ডিসেম্বর ২০২৩: চার সন্তানকে খুনের দায়ে ২০ বছর জেলে থাকার পরে অবশেষে জানা গেল মা নির্দোষ! অবাক করা ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায় (Australia)। ছাড়া পেয়ে মায়ের প্রশ্ন, বিচার প্রক্রিয়া ও কারাবাসের সাজা মিলিয়ে ২৫ বছর জীবন থেকে চলে গেল! সেই দিন কি কেউ ফিরিয়ে দিতে পারবে?
১৯৮৯ থেকে ১৯৯৯ সালের মধ্যবর্তী সময়ে ক্যাথলিন ফলবিগ এর চার সন্তানের রহস্যজনক মৃত্যু ঘটে। অভিযাগ করা হয়, ক্যাথলিন নিজেই নিজের চার সন্তানকে খুন করেছেন। অস্ট্রেলিয়ার ‘মহিলা সিরিয়াল কিলার’ এর তকমা জোটে তাঁর।২০০৩ সালে তিনি দোষী সাব্যস্ত হন। ২০ বছরের কারাবাসের সাজা দেয় আদালত।
দুই দশক ধরে তিনি নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করার লড়াই চালিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত জানা গিয়েছে সত্যিটা। তিনি সত্যিই নির্দোষ। সন্তানেরা মারা গিয়েছিল প্রাকৃতিক কারণেই। আধুনিক বিজ্ঞান ও জেনেটিক্স এর সুবাদে শেষ পর্যন্ত সত্যিটা প্রকাশ পাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন ক্যাথলিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।