অভিযোগ, কম্পনের জেরে মেঝের টাইলস উঠে যাচ্ছে, দেওয়ালে ফাটল ধরছে
——————————————-
দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১৯ ডিসেম্বর ২০২৩: পর পর বাড়িতে দেওয়াল ফাটছে, মেঝের টাইলস উঠে যাচ্ছে। বেসরকারি গ্যাস সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার মলানদিঘি এলাকার ঘটনা। পুলিশকেও ঘটনার কথা জানিয়েছেন বাসিন্দারা। যদিও গ্যাস সংস্থা অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
মলানদিঘি এলাকায় রয়েছে বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার কার্যালয়। সেখানে গ্যাস উত্তোলনের একাধিক যন্ত্র রয়েছে। স্থানীয় বাসিন্দা অমরেশ ভৌমিক অভিযোগ করেন, কয়েক মাস ধরে মলানদিঘি-রক্ষিতপুর রাস্তার পাশে বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার যন্ত্রগুলির তীব্রতা রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে। কম্পনের জেরে মেঝের টাইলস উঠে যাচ্ছে, দেওয়ালে ফাটল ধরছে। পূর্ণিমা রুইদাস নামের এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, রাতে বাড়ি কাঁপছে। ভয়ে বাড়ি থেকে বের হন না।
স্থানীয়রা ওই বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। তাঁদের আরও অভিযোগ, একাধিকবার গ্যাস উত্তোলক সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলতে গিয়েছেন। কিন্তু সংস্থার আধিকারিকেরা তাঁদের কথা শোনেননি। যদিও ওই বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার জুনিয়র জেনারেল ম্যানেজার (কর্পোরেট কমিউনিকেশন) মোনালিসা ব্যানার্জি বলেন, ‘‘ভিত্তিহীন অভিযোগ। মেশিনের তীব্রতা দিন-রাত সব সময় একই থাকে।’’ গ্রামবাসীরা তাঁদের কাছে কোনও অভিযোগ জানাননি বলে দাবি করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।