বড়দিনের এত আগে সান্তাকে দেখে চমকে গেলেন অনেকে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১৯ ডিসেম্বর ২০২৩: হঠাৎ সান্তা সেজে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শহরের রাস্তায় সিভিক ভলেন্টিয়ার! বড়দিনের এত আগে সান্তাকে দেখে চমকে গেলেন অনেকে। সান্তাকে দেখে ‘মেরি ক্রিসমাস’ বলল পড়ুয়ারা। তাদের উৎসাহ দেখে পুলকারেও উঠে পড়ল সান্তা। পড়ুয়াদের উপহার দিল চকলেট।
আবার, হেলমেট বিহীন বাইক চালকদের আটকে তাঁদের হাতে সচেতনতার লিফলেট তুলে দিল সান্তা। বড়দিনের প্রাক্কালে পথ চলতি মানুষকে এবং গাড়ি চালকদের সচেতন করতেই দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের এই উদ্যোগ। সান্তা সেজে রাস্তায় নামেন সিভিক ভলেন্টিয়ার গঙ্গাধর গোপ।
সঙ্গে ছিল শহরের বহু পড়ুয়া। তারাও গাড়ি চালকদের হেলমেট এবং সিট বেল্ট লাগানোর পরামর্শ দেয়। দুর্ঘটনা রুখতে এই উদ্যোগ, জানান দুর্গাপুর সাব ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।