দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২০ ডিসেম্বর ২০২৩: এবারের আইপিএলের (IPL) নিলামে (IPL Auction 2024) প্রথমে ২০ কোটির রেকর্ড ভাঙেন প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ টাকায় তাঁকে নেয় হায়দরাবাদ। তবে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ টাকায় কলকাতা (KKR) কিনে চমক দেয়। স্টার্কই হলেন এবারের সবচেয়ে দামি খেলোয়াড়।
কেকেআর ৫০ লক্ষ টাকায় মনীশ পাণ্ডে, ২ কোটি টাকায় আফগানিস্তানের মুজিবউর রহমানকে, ৫০ লক্ষ টাকায় চেতন সাকারিয়াকে নিল। এছাড়াও কেকেআর দলে নিয়েছে উইকেটকিপার শ্রীকর ভারত, অঙ্গকৃশ রঘুবংশী, রমনদীপ সিং, গাস অ্যাটকিনসন, সাকিব হুসেনকে। এছাড়া শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিংরা তো আছেনই। এবার দেখার, আসল সময়ে কে কতটা পারফর্ম করেন!
দুর্গাপুরে ১০ কিমি ম্যারাথন
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।