দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ ডিসেম্বর ২০২৩: বেতন বৃদ্ধির দাবিতে অভিনব ‘খাম ভরো অভিযান’ কর্মসূচী চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের। বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সমবেত হন। এরপর বেতন বৃদ্ধির দাবিতে ‘খাম ভরো অভিযানে’ সামিল হন।
মুখ্যমন্ত্রীর কাছে বেতন বৃদ্ধির দাবিতে রাজ্যজুড়ে খাম ভরো অভিযান হয় বুধবার। দুর্গাপুর মহকুমার ৭০ জন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবি পৌঁছে দেওয়ার জন্য সিটি সেন্টার সাব পোস্ট অফিসে খামে ভরে তাঁদের লিখিত দাবি স্পিড পোস্ট করেন। দ্রুত দাবি মানা না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।