দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ ডিসেম্বর ২০২৩: আজ রাজ্যজুড়ে প্রাথমিকের টেট পরীক্ষা। সকাল থেকে টেট পরীক্ষার্থীদের লাইন পরীক্ষাকেন্দ্রের বাইরে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের চারটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এগুলি হল, ভিড়িঙ্গি টিএন উচ্চ বিদ্যালয়, নেপালিপাড়া উচ্চ বিদ্যালয়, গোপালমাঠ উচ্চ বিদ্যালয় ও জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ। এক এক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা এক এক রকম। যেমন, ভিড়িঙ্গি টিএন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৫০০।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নজরদারি রয়েছে সকাল থেকে। দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নজরদারি চালাচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরাও। বন্ধ জেরক্স, প্রিন্ট আউট এবং সমস্ত অনলাইনের দোকান। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এখন দেখার, শেষ পর্যন্ত কী হয়! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।