দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ ডিসেম্বর ২০২৩: ব্রিগেডে বিজেপির গীতাপাঠের পাল্টা কংগ্রেসের সংবিধান পাঠ, তৃণমূলের বাইক মিছিল হল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে। কংগ্রেসের সংবিধান পাঠকে সমর্থন করে বিজেপিকে বিঁধলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, ‘‘ওঁদের পাপ দূর হোক ভারতবর্ষ থেকে। রাজনৈতিকভাবে আমরা গীতাকে ব্যবহার করি না।’’
ব্রিগেডে কুরুক্ষেত্রের মাটি এনে লক্ষ কন্ঠে গীতা পাঠ শুরু হয়েছে। বিজেপির গীতা পাঠকে ঘিরে রাজ্য রাজনীতির পারদও চড়ছে। পাল্টা, ধর্মের উস্কানি দিয়ে সাধারণ মানুষকে ধর্মের বেড়াজালে আবদ্ধ করতে চাইছে বিজেপি, বিরোধীদের কন্ঠ রোধ করা হচ্ছে, এই অভিযোগ তুলে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে ডক্টর বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে সংবিধান পাঠ করে করেন কংগ্রেস সমর্থক আইনজীবীরা। জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, ‘‘দেশের মানুষকে জাগ্রত করতে এবং বিজেপির ধর্মের উস্কানির প্রতিবাদে এই সংবিধান পাঠ।’’
অন্যদিকে, রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্রের বিজেপি সরকার, এই অভিযোগ তুলে ডিএসপি টাউনশিপে বাইক মিছিল করে তৃণমূল। বাইক মিছিলে যোগ দিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘‘চেয়েছিলাম কর্ম, ওরা দেখাচ্ছে ধর্ম। গীতা তো আমরাও পাঠ করি। কিন্তু রাজনৈতিকভাবে গীতাকে আমরা ব্যবহার করি না। এই পাঠের মাধ্যমে যদি ওঁদের অনৈতিক শাসনের হাত থেকে এবং গণতন্ত্রকে লুণ্ঠিত করার হাত থেকে দেশ রক্ষা পায়, তবেই যথার্থ ফল হবে। সংবিধানকে বিজেপি হত্যা করছে।’’
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।