দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ ডিসেম্বর ২০২৩: উখড়া রোটারি ক্লাব ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হল ম্যারাথন দৌড় । সোমবার সকাল সাতটায় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বাঁকোলা রেলগেট থেকে দৌড়ের সূচনা হয়। সূচনা করেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) কুমার গৌতম ।এক হাজার প্রতিযোগী ম্যারাথন দৌড়ে যোগ দেয়। বাঁকোলা রেল গেট থেকে বাজপায়ী মোড়, উখরা গ্রাম, আনন্দ মোড় হয়ে ফের বাঁকোলা রেলগেটে গিয়ে সাড়ে চার কিলোমিটার দূরত্বের ম্যারাথন দৌড় শেষ হয়। ভিন রাজ্য থেকেও অনেক প্রতিযোগী অংশ নিয়েছিল এবারের ম্যারাথনে। পুরুষ বিভাগে প্রথম হন উড়িষ্যার বাসিন্দা পঞ্চানন বেহেরা। উত্তর প্রদেশের অজয় প্যাটেল হন দ্বিতীয়। মহিলা বিভাগে প্রথম হন শ্যামলী সিং, দ্বিতীয় হন শম্পা গায়েন। সকল প্রতিযোগীদের সার্টিফিকেট ছাড়াও দেওয়া হয় আর্থিক পুরস্কার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now