বছর খানেক আগে ডিপিএলের প্রায় ৩৩২ জন কর্মীকে বদলি করে দেওয়া হয় রাজ্য সরকারের অন্য দফতরে। অভিযোগ, যাতাযাতের ধকল আর মানসিক টেনশনে মারা যান আট জন কর্মী।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ জানুয়ারি ২০২৪: শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের (ডিপিএল) প্রশাসনিক ভবনের গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখান বদলি হওয়া কর্মীরা। অরাজনৈতিক ফোরাম তৈরী করে সেই কাগজপত্র কর্তৃপক্ষকে জমা দিতে এসেছিলেন তাঁরা। অভিযোগ, তাঁদের মুখের সামনে গেট লাগিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিবাদে বিক্ষোভ শুরু করে দেন তাঁরা।
এদিন সকাল ৯টা নাগাদ ঘটনার শুরু। তাঁদের বাধা দেওয়া হলে বচসা শুরু হয় কারখানার নিরাপত্তারক্ষীদের সঙ্গে। ঘটনাস্থলে আসে পুলিশ। বছর খানেক আগে ডিপিএলের প্রায় ৩৩২ জন কর্মীকে বদলি করে দেওয়া হয় রাজ্য সরকারের অন্য দফতরে। অভিযোগ, যাতাযাতের ধকল আর মানসিক টেনশনে মারা যান আট জন কর্মী।
বদলি হওয়া কর্মীরা তাঁদের দাবি দাওয়া আদায়ের জন্য সম্প্রতি একটি অরাজনৈতিক ফোরাম তৈরী করেন। সেই ফোরাম রেজিস্ট্রেশন পাওয়ার পরে সেই কাগজপত্র আজ ডিপিএল কর্তৃপক্ষর কাছে জমা দেওয়ার জন্য গিয়েছিলেন তাঁরা। প্রয়াত কর্মীদের শ্রদ্ধা জানিয়ে ডিপিএলের প্রশাসনিক ভবনের গেটে আসা মাত্র কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করে দেন।
উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রশাসনিক ভবনের গেটের সামনে। শুরু হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে আন্দোলনকারীদের বচসা। এরপর গেটের সামনে বসে বিক্ষোভ শুরু করে দেন তাঁরা। অবিলম্বে কর্তৃপক্ষকে এসে ক্ষমা চাইতে হবে, এই দাবি জানাতে থাকেন তাঁরা। তাঁদের প্রশ্ন, অহেতুক পুলিশকে কেন ডাকলেন কর্তৃপক্ষ! পুলিশ আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করলেও তাঁরা অনড়। শেষ খবর অনুযায়ী, বিক্ষোভ চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।