ঘোড়া, উট থেকে শুরু করে প্রাদেশিক সংস্কৃতির নাচ গান। সবই রয়েছে এই উৎসবে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর শহরের মাটিতে এখন এক টুকরো রাজস্থান। ঘোড়া, উট থেকে শুরু করে প্রাদেশিক সংস্কৃতির নাচ গান। সবই রয়েছে। রাজস্থানের ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরতে রবিবার থেকে দুর্গাপুরের সিটিসেন্টারের একটি বিনোদন পার্কে শুরু হয়েছে রাজস্থান উৎসব।
রাজস্থানের জনপ্রিয় শহর জয়পুরকে তুলে ধরা হয়েছে উৎসবে। রাজস্থান থেকে আনা হয়েছে উট। মেলা প্রাঙ্গনে রাজস্থানের বিশেষ কলবেলিয়া নৃত্য প্রদর্শন করা হয়। এই রাজস্থানী মেলায় ঘুরতে আসা দর্শকদের মনোরঞ্জনের জন্য রাজস্থানের ঘোড়া নাচ দেখানো হয়। এছাড়াও রয়েছে রাজস্থানী লোকগীত, নৃত্য, পুতুল নাচের সঙ্গে ঘোড়া ও উটের নানা কৌশল। রাজস্থানের এই মেলায় এলে বিভিন্ন খাবার পাওয়া যাবে বলে জানান উদ্যোক্তারা। ১৪দিন ধরে রাজস্থানের স্বাদ পাওয়া যাবে দুর্গাপুরের মাটিতে।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।