দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৭ জানুয়ারি ২০২৪: বাংলাদেশে গড়ে ভোট পড়ল মাত্র ৪০শতাংশ! দেশটির নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, তবে গণনা শেষ হওয়ার পরে এই হার কিছুটা বাড়া-কমা হতে পারে। প্রসঙ্গত, একাধিক বিরোধী দল হরতাল ও ভোট বয়কটের ডাক দিয়েছিল।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণনা শেষে দেখা গিয়েছে, তিনি প্রায় আড়াই লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম পেয়েছেন মাত্র ৪৬০ ভোট। এছাড়া জাকের পার্টির মাহাবুর মোল্লা পেয়েছেন ৪২৫টি ভোট। সব মিলিয়ে চতুর্থবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পথে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।