অমৃত বচন: মানব সত্তার অন্তর্নিহিত শক্তির তিনটি উৎস—বাহুবলম্, বুদ্ধিবলম্, যোগবলম্ বা আত্মবলম্

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

অন্তর্নিহিত শক্তি: মহাভারতে প্রতিটি মানব সত্তার অন্তর্নিহিত শক্তির তিনটি উৎসের কথা বলা হয়েছে—বাহুবলম্, বুদ্ধিবলম্, যোগবলম্ বা আত্মবলম্। পেশীশক্তি হলো অতি সাধারণ শক্তি। এর সাহায্যে যে কেউ দুর্বল মানুষের উপর অত্যাচার করতে পারে। বুদ্ধিজাত শক্তি হলো বুদ্ধিবলম্। তোমার প্রবলতর বুদ্ধির সাহায্যে জনগণের ক্ষতি করতে পার, তাদের শোষণ করতে পার। আবার এই শক্তির সাহায্যে জনগণের কল্যাণও করতে পার।

কিন্তু জনকল্যাণ করার স্পৃহা বা ইচ্ছা বুদ্ধিতে স্বাভাবিকভাবে জেগে ওঠে এমন নয়, এটি আসে অন্য একটি উৎস থেকে। এই উৎস হলো যোগবলম্ বা আত্মবলম্। এই তিনটি শক্তিই আমাদের মধ্যে নিহিত আছে। গীতায় বলা হয়েছে,যাদের উপর রাজনৈতিক বা অন্য ক্ষমতা ন্যস্ত হয়েছে, তাদের মধ্যে অবশ্যই যোগবলের জাগরণ হওয়া দরকার। তাদের বড় বড় ঋষিপ্রতিম পুরুষ হতে হবে না, কিন্তু তাদের ঋষিত্বে পৌঁছবার পথটি ধরতে হবে, যার সাহায্যে ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের সেবা করতে পারবে, জনগণকে একটু নির্ভয়ে স্বস্তিতে ও সুখে থাকার সুযোগ করে দিতে পারবে। এই হলো আত্মবল। এই যোগবলের দ্বারাই বুদ্ধি সংশুদ্ধ হয়। আর বাহুবলের প্রভাব বেশি হলে জনগণের চরম অবমাননা ও দুর্দশা। (সংকলক: সন্দীপ সিনহা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!