দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ ডিসেম্বর ২০২৩: আইপিএল নিলামের (IPL Auction 2024) আগেই গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন হার্দিক পান্ডা (Hardik Pandya)। তাঁর পুরনো দল রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে অধিনায়ক করার কথাও বলেছে। কিন্তু হার্দিকের চোট নিয়ে সংশয় তৈরি হয়েছে। কবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই।
এর মাঝেই বোর্ডের (BCCI) এক সূত্র বলছে, বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারিয়ে সুস্থ হওয়ার জন্য হার্দিক খুব পরিশ্রম করছেন। আইপিএল তো পরে, আফগানিস্তান সিরিজের আগেও তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। প্রসঙ্গত, বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। বিশ্বকাপ থেকে ছিটকে যান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।