দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ জুলাই ২০২৪: অ্যানিমিয়া রোধ ও থ্যালাসেমিয়া দূর করতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ভিড়িঙ্গি টি এন ইনস্টিটিউশনে রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির আবেদনে সাড়া দিয়ে পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে এবং দুর্গাপুর থ্যালাসেমিয়া সোসাইটির সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়।
ভিড়িঙ্গি টি এন ইনস্টিটিউশনে ২৬ জুলাই ও ৩০ জুলাই, দুই দিন ধরে অ্যানিমিয়া ও থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ দুই দিনে মোট ১৪৩ +৬৩ = ২০৬ জনের রক্তের নমুনা সংগ্রহ করে আসানসোল জেলা হাসপাতাল থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেন।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
শিবির শুরুর আগে এই দুই রোগ নির্মূল করার প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতার পাঠ দেন থ্যালাসেমিয়া সোসাইটির কার্যকরী সভাপতি গোপী রঞ্জন বসু ও স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত মন্ডল। উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব অরবিন্দ মাজি, শম্পা দে, ইতি বসু দত্ত, পার্থ প্রতিম কুন্ডু, সমাজসেবী রঞ্জন ব্যানার্জি প্রমুখ। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।