সকালে হাতে গোনা কয়েকটি মিনিবাস রাস্তায় নেমেছিল। কিন্তু বড় বাসের চালকরা মিনিবাস বন্ধ রাখার আর্জি জানালে তাঁদের সমর্থন করে মিনিবাসও বন্ধ করে দেন মিনিবাস চালকেরা।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ জানুয়ারি ২০২৪: নতুন দণ্ড সংহিতার ‘হিট অ্যান্ড রান’ আইনে গাড়িচালকদের উপরেই যাবতীয় দোষ চাপানো হয়েছে বলে দাবি। দেশ জুড়ে ট্রাক চালকেরা ধর্মঘট করেছেন। এ’বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া হবে তা ‘অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস’র সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের এই আশ্বাসের পরে ধর্মঘট তুলেছেন তাঁরা।
এবার, পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বাস চালকেরা ধর্মঘটে সামিল হলেন। বুধবার সকাল থেকে বাস বন্ধ রেখেছেন তাঁরা। এর জেরে চরম সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। বড় বাস, মিনিবাস সব ধর্মঘটে সামিল হয়েছে। শিল্পাঞ্চলের প্রায় ২০টি রুটে ৩২০ টি মিনিবাস চলে। প্রায় সব মিনিবাস বন্ধ।
‘দুর্গাপুর প্যাসেঞ্জার কেরিয়ার অ্যাসোসিয়েশনে’র সাধারণ সম্পাদক কাজল দে বলেন, ‘‘নয়া পরিবহণ আইনের বিরুদ্ধে রাজ্য জুড়ে বাস বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন চালকরা। চালকদের আন্দোলনকে সমর্থন করছে মিনিবাস সংগঠনগুলি। সকালে হাতে গোনা কয়েকটি মিনিবাস রাস্তায় নেমেছিল। কিন্তু বড় বাসের চালকরা মিনিবাস বন্ধ রাখার আর্জি জানালে তাঁদের সমর্থন করে মিনিবাসও বন্ধ করে দেন মিনিবাস চালকেরা।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।