দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ ডিসেম্বর ২০২৩: করোনা নিয়ে আর তেমন দুশ্চিন্তায় নেই কেউ। কিন্তু নতুন এক আপদ এসেছে। টানা একশো দিন ধরে কাশছেন রোগীরা। মূলত ইংল্যন্ডে এমন কাশির বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। ‘হান্ড্রেড ডে কাফ’ দ্রুত ছড়াচ্ছে সেখানে। এই রোগে প্রবল শ্বাসকষ্ট, প্রবল এবং ঘনঘন কাশি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে কাশির দমক। শিশুদের বেশি হলেও বড়দেরও বিপদ ডেকে আনছে এই রোগ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আদতে হুপিং কাশি হলেও ভোগাচ্ছে খুব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now