দুর্গাপুর: কালীপুজোর উদ্বোধন উপলক্ষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান হল দুর্গাপুরে। সি- জোন মহাবীর ইউনাইটেড ক্লাবের কালী পুজোর উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৩০ অক্টোবর সন্ধ্যায়। ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে সমবেত কন্ঠে বেদগান ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন রম্যবীণার শিল্পীবৃন্দ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
একক সঙ্গীতের আসরে রবীন্দ্র সঙ্গীত, আধুনিক, লোকগীতি সহ নানা স্বাদের গান পরিবেশন করেন ঋতুকণা ভৌমিক, বাণী চট্টোপাধ্যায়, সুদীপ্তা দাস জানা, জোনাকি মজুমদার, অনিন্দিতা সেনগুপ্ত, মানসী মুখোপাধ্যায় প্রমুখ শিল্পীরা। পরিবেশিত হয় শিশুদের সম্মেলক নৃত্যানুষ্ঠান এবং সোমা মৈত্র পরিচালিত ‘সুরঙ্গম’ সাংস্কৃতিক সংস্থা পরিবেশিত বৃন্দগান। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন বুদ্ধদেব দাস, সন্দীপ দাস ও মন্টু প্রামানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সূর্য মাইতি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।