দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ ডিসেম্বর ২০২৩: শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরির সময় জমি দাতাদের পাট্টা দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। সেই পাট্টার দলিল এখন আর কোনও কাজে লাগছে না। এই অভিযোগ তুলে গোপালমাঠ সহ বেশ কয়েকটি এলাকার জমি দাতারা মিছিল করে এসে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করেন।
ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জি জানান, তাঁদের দাবি নিয়ে সরকারের দুয়ারে গিয়েও কোনও কাজ হচ্ছে না। তাই এই অবস্থান বিক্ষোভ। তাঁদের দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now