দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আরজি কর কান্ডের বিচার চেয়ে দুর্গাপুরের বাউলশিল্পীর প্রতিবাদী গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গোটা দেশ এই ঘটনার প্রতিবাদে মুখর। দেশের গন্ডী ছাড়িয়ে বিদেশেও বিচার চেয়ে সমবেত হচ্ছেন অনেকে। চিকিৎসক, শিক্ষক, শিল্পী, ছাত্র থেকে সাধারণ মানুষ, কেউ বাদ নেই সেই তালিকায়। আকাশবাণী ও দুরদর্শনের পরিচিত বাউলশিল্পী দুর্গাপুরের জীবন কিশোর চট্টোপাধ্যায় আরজি কর কান্ডের সুবিচার চেয়ে গান বেঁধেছেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
তিনি দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোনের বসিন্দা। তিনি একাধারে ইংরাজির শিক্ষক অন্যদিকে তিনি লোকগান ও লোকবাদ্যেরও শিক্ষক। তাঁর একমাত্র মেয়ে বৃতি চ্যাটার্জী কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে লোক সঙ্গীত নিয়ে মাস্টার্স করছেন। তিনিও একজন সঙ্গীতশিল্পী। বাবা, মেয়ে ও তাঁদের ছাত্রীরা মিলে আরজিকর কান্ডের প্রতিবাদ জানাতে এবং সুবিচার চেয়ে এই গান গেয়েছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।