দুর্গাপুর: রাত ন’টা বাজলেই শুরু হবে অভিযান। বাজারে বাজারে বর্জ্য সংগ্রহ করবেন সাফাই কর্মীরা। কমবে দুর্গন্ধ, মশার উপদ্রব। স্বস্তি পাবেন এলাকার মানুষ। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে এমনই নয়া উদ্যোগ নিল পুরসভা। তবে এই উদ্যোগ শুধু পুরভোটের দিকে নজর দিয়ে করা না প্রকৃতই পরিষেবা দেওয়া উদ্দেশ্য, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় দুর্গাপুরের কিছু গুরুত্বপূর্ণ বাজারে হাজার হাজার মানুষের সমাগম হয়। হোটেল, খাবারের দোকানের পাশে সবজির খোসা, প্লাস্টিকের প্যাকেট সহ নানা রকমের বর্জ্য জমা হয়। রাত বাড়লে দুর্গন্ধ শুরু হয়। সেই দুর্গন্ধে অস্বস্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। কুকুর, বিড়াল, মশা, সাপের উপদ্রব বাড়ে। এইসব সমস্যা মেটাতেই রাতে সাফাই অভিযান শুরু করল দুর্গাপুর পুরসভা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের লালা লাজপত রায় রোড এলাকায় এই পরিষেবার সূচনা করলেন প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব প্রমুখ। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,” দুর্গাপুরকে পরিচ্ছন্ন রাখতে রাতের সাফাই পরিষেবা এই এলাকা থেকে শুরু হল। ১, ৩ এবং ৪ নম্বর বরোয় পরিষেবা শুরু হল এদিন থেকে।” বর্ধমান-দুর্গাপুরের বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা তো সকলেই চাই দুর্গাপুর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। কিন্তু পুরভোটের কথা ভেবে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই উদ্যোগ কী না সেটা দেখতে হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।