দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ জানুয়ারি ২০২৪: শুক্রবার ছিল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের ( উঃমাঃ) এক বিশেষ দিন। এদিন স্কুলে মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশ মেনে ‘ফুড ফেস্টিভ্যাল’ এর আয়োজন করা হয়। স্কুলের পড়ুয়ারা শিক্ষিকাদের সহায়তায় বিভিন্ন খাদ্য দ্রব্য বানিয়ে স্টলে বসেছিল।
শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রায় সব স্টল ফাঁকা হয়ে যায়। নতুন করে আবার আনতে হয় খাদ্যসামগ্রী, জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক জইনুল হক। মেলায় মুরগীর মাংস ও চালের আটার মিশ্রণ দিয়ে তৈরি জিল পিঠে, কল পিঠে, গুড় পিঠে, মুসুর ডাল ও নারকেলের পুর দিয়ে পিঠে, এগ রোল, রস মালাই, চাটের দোকানে ভিড় ছিল দেখার মতো। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।