দুর্গাপুর, ২৯ এপ্রিল ২০২৪: তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে এসেছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। ঢাক বাজিয়ে মহা আড়ম্বরে শুরু করেন প্রচার। সাংবাদিকদের মুখোমুখি হতেই বিজেপিকে তুলোধনা করলেন প্রাক্তণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
এদিন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে ঝাঁজরা থেকে লাউদোহা পর্যন্ত প্রচারে এসেছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। ঢাক বাজিয়ে শুরু করলেন প্রচার। সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ তৃণমূলের কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় বলেন,” বিজেপি এর আগেও প্রধান বিচারপতিদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার লোভ দেখিয়েছে কাজ হাসিল করেছেন। প্রায় ২৬ হাজার চাকরিহারাদের উপর হঠকারী নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যা সুপ্রিম কোর্টে ধাক্কা খাচ্ছে। অভিজিৎ গাঙ্গুলীকে প্রার্থী করে বিচার ব্যবস্থার ওপর প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে বিজেপি।“
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তাঁর আরও প্রশ্ন, পাঁচ-ছ হাজার চাকরিহারার কিছু ত্রুটি থাকতে পারে কিন্তু প্রায় ২৬ হাজার চাকরিহারারা আজ সঙ্কটে। তিনি আরও জানিয়েছেন, বিজেপি শাসনে বিচারব্যবস্থা এদিক-ওদিক হচ্ছে। এর ফলে বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষ ভরসা হারাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করে বিচার ব্যবস্থার ওপর প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে বিজেপি।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।