দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ ডিসেম্বর ২০২৩: মিঠে রোদ গায়ে মেখে পকোড়া খেতে খেতে জমে উঠে গল্প। সঙ্গে ভাজা মাছ, মিষ্টি, পাঁপড়, পোলাও আর ফ্রাইড রাইসের সঙ্গে কষা মাংস। বর্ষশেষে পর্যটনকেন্দ্র থেকে নদীর ধারে খোশ মেজাজে বাঙালি। চড়ুইভাতির অন্য আনন্দ অজয়ের তীরে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার দেউলে।
সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের উৎসব মুখর মানুষজন ভিড় জমাচ্ছেন সেই পর্যটন কেন্দ্রে। খাওয়া-দাওয়া আর হুল্লোড়ের পাশাপশি একটু ঘোরাঘুরি। বন দফতরের সংরক্ষিত অরণ্যে হরিণ আর ময়ুরদের সঙ্গেও সাক্ষাৎ হচ্ছে তাঁদের। নজর রাখছেন বনকর্মীরা। ইছাই ঘোষের দেউল ঘুরে দেখছেন তাঁরা।
পুলিশের নজরদারি রয়েছে। স্নান করতে নেমে যাতে বিপদ না হয় সেজন্য অজয়ে নজর রাখছে বিপর্যয় মোকাবিলা দফতর। পরিবেশের কথা ভেবে ডিজে, থার্মোকলের থালা-বাটি নিষিদ্ধ। নিষিদ্ধ মদ্যপান। পুরনো বছরকে বিদায় জানাতে পার্ক থেকে নদীর পাড়ে ফুরফুরে মেজাজে আপামর বাঙালির দিনটা কাটল এভাবেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।