দুর্গাপুর দর্পণ, ১২ জুন ২০২৪: জীবনের প্রতি ক্ষেত্রে দিন দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রয়োগ বাড়ছে। শিক্ষা ক্ষেত্রও তার ব্যতিক্রম নয়। পঠন-পাঠনে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে পড়ুয়াদের পড়াশোনার সুবিধা করে দেওয়া যায়, সে বিষয়ে নিরন্তর চিন্তাভাবনা চলছে। সম্প্রতি সেই বিষয়েই পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের রাজেন্দ্র অ্যাকাডেমি ফর টিচার্স এডুকেশনে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। ১০জুন শুরু হয়েছে। চলবে ২৪ জুন পর্যন্ত।
বি-এড কলেজের শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সঙ্গে সঙ্গেই সে বিষয়ে দক্ষ হয়ে ওঠেন তা নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ B.Ed., D.El.Ed. এবং M.Ed শিক্ষার্থীদের জন্য CSRBOX এবং IBM SkillsBuild এর সহযোগিতায় এই বিশেষ ওয়ার্কশপের আয়োজন করেছেন। এর ফলে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সম্পর্কে সুষ্পষ্ট ধারণা পাবেন। ভবিষ্যতে স্কুল, কলেজে শিক্ষাদান করার সময় কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে পঠন পাঠন আরও আকর্ষণীয় করে তুলতে সমর্থ হবেন।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।