গাজা ভূখন্ড থেকে প্রথম হামলা শুরু করেছিল হামাস। এর পরে লেবানন থেকে হেজবোল্লা এবং সিরিয়া থেকে গোলন্দাজ বাহিনীও হামলা শুরু করেছে।
———————————————
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৩ অক্টোবর ২০২৩: তিন দিক থেকে আক্রান্ত ইজরায়েল। গাজা ভূখন্ড থেকে প্রথম হামলা শুরু করেছিল হামাস। এর পরে লেবানন থেকে হেজবোল্লা এবং সিরিয়া থেকে গোলন্দাজ বাহিনীও হামলা শুরু করেছে। অর্থাৎ, ইজরায়েল সেনাকে তিনটি ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে। তবে, ইজরায়েল এর থেকেও বড় যুদ্ধ অতীতে জিতেছে।
ইতিমধ্যেই ইজরায়েলের পাশে দাঁড়াতে আমেরিকা হাতিয়ার ও বিমানবাহী রণতরী পাঠিয়েছে। হামাসের কড়া নিন্দা করেছে ভারত, ব্রিটেন, ফ্রান্স। তবে এর আগেও একসঙ্গে একাধিক ফ্রন্টে লড়াই করে জয়ী হয়েছে ইজরায়েল। ১৯৬৭ সালে ছ’দিনের যুদ্ধে মিশর, সিরিয়া ও জর্ডন-সহ আরব দেশগুলোকে হারিয়ে দেয় ইজরায়েল। ১৯৭৩ সালে ইয়ম কিপুর যুদ্ধে আরব দেশগুলোকে পরাস্ত করে তারা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।