দুর্গাপুর দর্পণ, কাটোয়া, ৩ জুন ২০২৩: ওড়িশার বালেশ্বরে (Balsore) শুক্রবার বিকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখন পর্যন্ত প্রায় ২৪০জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের তালিকায় নাম রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার করুই গ্রামের বছর ১৮ এর ছোট্টু সর্দারের।
বাবা সুকলাল বেশ কয়েক বছর ধরে কেরালায় রাজমিস্ত্রীর কাজ করেন। এবার ছেলে ছোট্টুকেও নিয়ে যাচ্ছিলেন কাজে লাগাবেন বলে। গ্রামের আরও কয়েকজনের সঙ্গে তাঁরা গিয়ে চড়েন করমণ্ডল এক্সপ্রেসে। দুর্ঘটনায় ছোট্টু মারা যায়। তার বাবা সুকলাল, সমীর রায় গুরুতর জখম হয়েছেন। খোঁজ মেলেনি সঞ্জয় সর্দার, সৃষ্টি রায়ের। গ্রামে শোকের ছায়া। #trainaccidentatbalasore
WhatsApp Group
Join Now