উইকেটে সুইং থাকুক বা না থাকুক, সব উইকেটেই অফ-কাটার ও স্লোয়ারের উপর বিশেষ দক্ষতার জোরে টি-২০তে নিজেকে প্রমাণ করেছেন এই বাংলাদেশি পেসার।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ ডিসেম্বর ২০২৩: এবারের আইপিএলে (IPL 2024) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে আগ্রহী বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। ৩৩৩ জন ক্রিকেটার নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। সেই তালিকায় মুস্তাফিজ ছাড়াও রয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জানা গিয়েছে, কলকাতা নাইট রাইডার্সে কোনও বিদেশি পেসার নেই। তাই মুস্তাফিজকে নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে তাদের। উইকেটে সুইং থাকুক বা না থাকুক, সব উইকেটেই অফ-কাটার ও স্লোয়ারের উপর বিশেষ দক্ষতার জোরে টি-২০তে নিজেকে প্রমাণ করেছেন এই বাংলাদেশি পেসার।
আইপিএলে তিনি এর আগে তিন দলের হয়ে খেলেছেন। ৪৮ ম্যাচে ৭.৯৩ রানরেটে নিয়েছেন ৪৭টি উইকেট। নাইট রাইডার্স ছাড়াও দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, রাজস্থান রয়্যালসের নজরেও আছেন মুস্তাফিজ।
দুর্গাপুরে ১০ কিমি ম্যারাথন
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।