দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ১০ আগস্ট ২০২৪: ঢালাই রাস্তা হয়েছে। কিন্তু পাকা নর্দমা হয়নি। বর্ষায় তাই রাস্তার উপর দিয়েই বয়ে যায় নিকাশি জল। তার উপর দিয়েই যাতায়াত করতে হয় বাসিন্দাদের। বর্ষা মানেই তাই চরম দুর্ভোগ পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের উখড়া গ্রাম পঞ্চায়েতের আনন্দ মোড় সংলগ্ন এলাকায়। জমা জলে বাড়ছে ডেঙ্গি, ম্যালেরিয়া সংক্রমণের আতঙ্ক।
আনন্দ মোড় এর বন্ধন ব্যাঙ্ক সংলগ্ন পাড়ার স্থানীয় বাসিন্দা উৎপল গড়াই, অলোক চৌধুরী, সুভাষ তেওয়ারি-রা বলেন, কেউ ১০ বছর, কেউ ২০ বছর ধরে আবার কেউ সদ্য ওই পাড়ায় বাড়ি তৈরি করে বসবাস করছেন। আগে পাড়ায় মাটির রাস্তা ছিল। শেষ পর্যন্ত গত বছর ডিসেম্বরে পঞ্চায়েতের পক্ষ থেকে পাড়ায় ঢালাই রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু ঢালাই রাস্তা তৈরি হলেও রাস্তার পাশে নর্দমা তৈরি করা হয়নি। ফলে তখন থেকেই রাস্তার উপরে জল জমা শুরু হয়েছে।
এলাকাবাসী জানান, জল জমে থাকায় ঢালাই রাস্তার উপর শ্যাওলা জমে রাস্তা বিপদজনক হয়ে উঠছে। তেমনই জমা জলে মাছি, মশার লার্ভা জন্ম নিচ্ছে। ফলে ডেঙ্গু, ম্যালেরিয়ার সংক্রমণের আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। তাঁদের দাবি, মাস তিনেক আগে জল জমার সমস্যার বিষয়টি পঞ্চায়েতকে জানানো হয়। কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ তাঁদের। পঞ্চায়েত প্রধান মিনা কোলে বলেন, ওই পাড়ায় ঢালাই রাস্তার পাশে নিকাশি নালা তৈরি করার পরিকল্পনা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে তা হয়ে ওঠেনি। নিকাশি নালা তৈরির বিষয়ে দ্রুত উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।