দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আরজি কর কান্ডের পরে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে নতুন উদ্যোমে পথে নামল কমিশনারেটের শক্তি বাহিনী। কর্মরতা সহ সব মহিলাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পুলিশের এই পদক্ষেপ। বুধবার সিটি সেন্টারের একটি শপিং মলের সামনে ডিসিপি (পূর্ব ) অভিষেক গুপ্তার নেতৃত্বে সিআই, এসিপি, দুর্গাপুর থানার ওসি সহ সহ মহিলা পুলিশ বাহিনী ঘুরে ঘুরে পথ চলতি মহিলাদের সাথে কথা বলে। শপিং মলের মহিলা কর্মীদের সঙ্গেও কথা বলে। তাদের নিরাপত্তার কোনও অভাব আছে কী না, সে বিষয়ে প্রশ্ন করে। পুলিশের তরফে কন্ট্রোল রুমের নম্বর দেওয়া হয়।
ডিসি অভিষেক গুপ্তা বলেন, “শুধু আজকেই নয়, আমাদের এই সচেতনতা প্রতিনিয়ত চলে। রাতে মহিলাদের যাতে সমস্যায় পড়তে না হয় সেদিকে বিশেষ নজরদারি চালায় শক্তি বাহিনী। সিসি ক্যামেরায় আর কর্মরত পুলিশকর্মীরা গাড়িতে টহল দিয়ে বাড়তি নজরদারি চালান। আমাদের কন্ট্রোল রুমের নম্বর ১০০। কোনও সমস্যায় পড়ে যে কেউ এই নম্বরে ফোন করলেই দ্রুত মিলবে সমাধান।”
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
জানা গিয়েছে, শক্তি বাহিনী আগের থেকে আরও শক্তিশালী করা হয়েছে। শক্তি বাহিনীর দলের সংখ্যা বাড়িয়ে ৩ করা হয়েছে। তাছাড়া প্রতিটি দলে সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। দলে সর্বনিম্ন ৩৬ জন এবং সর্বোচ্চ ৪৫ জন মহিলা পুলিশ কর্মীকে রাখা হয়েছে। ডিসি জানান, বাসস্ট্যান্ড, স্টেশন প্রভৃতি এলাকায় রাতে শক্তি বাহিনী মজুত থাকবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।