তাঁরা কোনওক্রমে বেঁচে গেলেও ভস্মীভূত হয়ে যায় দোকানে থাকা সোফা, লেপ-তোষক সহ যাবতীয় সরঞ্জাম। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় কয়েকটি ছাগল এবং মুরগি-ও
——————————————-
দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ২১ ডিসেম্বর ২০২৩: শীতের রাতে ভয়াবহ আগুন। পুড়ে ছাই সোফা ও লেপ-তোষকের দোকান। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বেশ কয়েকটি ছাগল এবং মুরগির। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল থানার উখড়ার কাঁকরডাঙা এলাকার ঘটনা।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনার তদন্তে আসে পুলিশ। উখড়ার কাঁকরডাঙা এলাকায় লেপ-তোষকের দোকানে দোকান রয়েছে মহম্মদ শফিকের। রাতে দোকানে আচমকা আগুন লাগে। দোকান মালিক জানান, তাঁরা কোনওক্রমে বেঁচে গেলেও ভস্মীভূত হয়ে যায় দোকানে থাকা সোফা, লেপ-তোষক সহ যাবতীয় সরঞ্জাম।
অগ্নিদগ্ধ হয়ে মারা যায় কয়েকটি ছাগল এবং মুরগি-ও। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ লক্ষাধিক। শফিক বলেন, ‘‘কা কারণে এভাবে আগন লাগল বুঝে উঠতে পারছি না।’’ বৃহস্পতিবার সকালে ঘটনা জানাজানি হতেই ভিড় জমে যায়। ঘটনাস্থলে যান স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য অনিল বার্নওয়াল ও মনা সিং। তাঁরা শফিকের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।