দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে বুধবার পশ্চিম বর্ধমান জেলা জমিয়াত উলামায়ে হিন্দ সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যর গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ সংগঠনের জেলা নেতৃত্ব।
এনআরসি নিয়ে মন্ত্রী বিজেপির তুমুল সমালোচনা করেন। তিনি বলেন, এনআরসি নিয়ে যে বিজেপির নেতারা এত কথা বলছেন, তাঁরা ভারতীয় কিনা আগে প্রমাণ দিন। যে রাজ্যগুলিতে বিজেপি জিতেছে সেখানে এসব নিয়ে কোনও চর্চা হয় না। সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে। রয়েছে ওয়াচ টাওয়ার। বিএসএফ নজরদারি চালাচ্ছে। তারপরেও নাকি বহিরাগতরা এ রাজ্যে প্রবেশ করছে।
তিনি বলেন, তাহলে বিএসএফের কেন শাস্তি হবে না? তিনি জানান, এনআরসির বিরুদ্ধে কলকাতায় মিছিল হবে কয়েক লক্ষ মানুষকে নিয়ে। তিনি আরও বলেন, বিজেপি নেতারা দুবাইয়ে অর্থলগ্নি করছেন আর এদেশে ভন্ডামি করছেন। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রসঙ্গে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে সমান গুরুত্ব দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।