দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ আগস্ট ২০২৪: চন্দ্রবোড়া সাপ ঘুরে বেড়াচ্ছে হাসপাতাল চত্বরে। আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিজনেরা। তাঁরাই শেষ পর্যন্ত লাঠি দিয়ে সাপটিকে এলাকার বাইরে বের করে দেন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতাল চত্বরে ঝোপ ঝাঁড় জন্মেছে। আবর্জনা পড়ে থাকে যেখানে সেখানে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে দুটি বেসরকারি হাসপাতালকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “হাসপাতালের ভেতরের পরিচ্ছন্নতার বিষয়টি দেখবে দুর্গাপুরের দুটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল। আগের তুলনায় পরিকাঠামোর অনেক উন্নতি হয়েছে। রোগীর সংখ্যা অনেক বেড়েছে মহকুমা হাসপাতালে। তাই পরিষেবার উন্নয়নের দিকেও খেয়াল রাখা হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।