দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩১ ডিসেম্বর ২০২৩: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে অস্ত্রোপচারের দরুণ নতুন বছরের শুরুর দিকে পিছোতে পারে বিভিন্ন কর্মসূচি। শুক্রবার এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে মুখ্যমন্ত্রীর ডান কাঁধে ছোট অস্ত্রোপচার হয়েছে। মুখ্যমন্ত্রী এখন বিশ্রামে আছেন। সেই কারণেই সামনের কয়েকদিনের কর্মসূচি পিছোনোর সম্ভাবনা রয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
প্রসঙ্গত, ২ জানুয়ারি দলের জনপ্রতিনিধিদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মসূচি রয়েছে। ওইদিনই ভাঙড়ে ভার্চুয়ালি থানা উদ্বোধনের কথা ছিল। ৩ জানুয়ারি মুখ্যমন্ত্রীর সাগরদ্বীপ যাওয়ার কথা। ৪ জানুয়ারি জয়নগরে প্রশাসনিক সভা। সম্ভবত এই সব কর্মসূচি আপাতত পিছিয়ে যাচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।