দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩ জুলাই ২০২৩: প্রতিদিনের মতো সেদিনও সকালে বাড়ির দুই পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিল আমেরিকার (America) টেক্সাসের উত্তরপশ্চিম হাউসটনের ১৭ বছরের কিশোর রুডি ফেরিয়াস। আর ফেরেনি। দেশজুড়ে তল্লাশি চালিয়েও এতদিন মেলেনি খোঁজ। তবে রবিবার তাঁকে খুঁজে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সে এখন ২৬ বছরের যুবক। তাকে আপাতত চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি পথ দুর্ঘটনায় তার ছোট ভাই মারা যাওয়ার পর থেকে কিছুটা মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিল রুডি। তা থেকেই হয়তো সে হাারিয়ে গিয়েছিল।
WhatsApp Group
Join Now