দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ অক্টোবর ২০২৩: রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর থানার বিজড়া মোড়ের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গাজু বাদ্যকর (৩২)। তাঁর বাড়ি কাঁকসার জামবনে। দুর্গাপুরের একটি বেসরকারি কারখানা থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন তিনি।
এদিন সন্ধ্যা ৬টা নাগাদ গাজু তার এক বন্ধুকে নিয়ে বাইকে করে ধবনীর দিকে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে ধাক্কা মারে। গাজু ও তাঁর বন্ধু গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দা সুদেব রায় জানান, আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই শোভাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে গাজুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
আরও পড়ুন- হাই টেনশন লাইনে লেগে ঝলসে গেলেন ২ রাজমিস্ত্রি