দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ জুন ২০২৩: থ্যালাসেমিয়া প্রতিরোধ কীভাবে করবেন? পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডঃ বিসি রায় পলিটেকনিক কলেজ (BCRP) এ’বিষয়ে (Thalassemia Awareness) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেমিনারের আয়োজন করেছিল শুক্রবার। কলেজের NSS cell এই সেমিনারের উদ্যোক্তা। কলেজের সেমিনার হলে আয়োজিত ওই সেমিনারে প্রধান বক্তা ছিলেন মিশন হাসপাতালের Transfusion Medicine এর বিভাগীয় প্রধান ডঃ পৃথ্বী রাজ।ডঃ পৃথ্বী রাজকে সেমিনারে স্বাগত জানান কলেজের অধ্যক্ষ ডঃ চন্দন কুমার ঘোষ। ডঃ পৃথ্বী রাজ বলেন, ‘‘থ্যালাসেমিয়া থেকে বাঁচতে অস্থিমজ্জা প্রতিস্থাপন (bone marrow transplantation) করতে হয় যা অত্যন্ত খরচ সাপেক্ষ। সেই খরচ বহন করা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই মনে রাখতে হবে, prevention is better than cure’’। বাবা-মা, দু’জনের কেউ থ্যালাসেমিয়া আক্রান্ত হলে কীভাবে থ্যালাসেমিয়া মুক্ত শিশুর জন্ম দেওয়া সম্ভব তা ব্যাখ্যা করেন তিনি। পড়ুয়াদের কাছে তিনি রক্তদান অভ্যাসে পরিণত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘দেশের প্রত্যেকে যদি বছরে একবার রক্তদান করেন, তাহলে রক্তের জন্য আলাদা করে আর শিবির করার দরকারই পড়বে না।’’ প্রসঙ্গত, থ্যালাসেমিয়া আক্রান্তদের প্রতি মাসেে একবার করে রক্তের দরকার হয়। কলেজের NSS cell এর আহ্বায়ক অধ্যাপক বিদিশা দত্ত ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডঃ অর্ণব চ্যাটার্জি।
WhatsApp Group
Join Now