এবারের আইপিএল নিলামে (IPL Auction) ৩২ কোটি ৭০ লক্ষ টাকা নিয়ে নামবে কেকেআর।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ ডিসেম্বর ২০২৩: এবারের আইপিএলের (IPL 2024) নিলামের (IPL Auction 2024) আসর ১৯ ডিসেম্বর বসবে দুবাইয়ে। আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীর ফিরেছেন কেকেআরে (KKR)। এবারের আইপিএল নিলামে (IPL Auction) ৩২ কোটি ৭০ লক্ষ টাকা নিয়ে নামবে কেকেআর।
এবার মোট ১৩জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। সবচেয়ে দামি হলেন নাইটদের ক্যাপটেন শ্রেয়স আইয়ার। ২০২২ সালে তিনি কেকেআরে সই করেন ১২.৫০ কোটি টাকায়। শ্রেয়সের পর এই তালিকায় রয়েছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। তাঁর দাম ১২ কোটি টাকা। ২০১৪ সাল থেকে তিনি রয়েছেন কেকেআরে।
এরপর আছেন ভাইস ক্যাপটেন নীতীশ রানা। ২০১৮ সাল থেকে তিনি কেকেআরে রয়েছেন। তাঁর দাম ৮ কোটি টাকা। একই দাম স্পিনার বরুণ চক্রবর্তী এবং অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের। ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন কেকেআরে রয়েছেন ২০১২ সাল থেকে। তিনি পান ৬ কোটি টাকা। এছাড়া ওপেনার জেসন রয়ের দাম ২.৮ কোটি টাকা।
দুর্গাপুরে ১০ কিমি ম্যারাথন
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।