দুর্গাপুর দর্পণ, ৩০ জুন ২০২৪: আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (ADDA) চেয়ারম্যান কবি দত্ত এবং বর্ধমান দুর্গাপুরের নতুন সাংসদ কীর্তি আজাদকে রবিবার সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেয় দুর্গাপুর চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কীর্তি আজাদ উপস্থিত থাকতে পারেননি। কবি দত্তকে দেওয়া হয় সংবর্ধনা। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
আসানসোল, দুর্গাপুর এবং বাঁকুড়ার চেম্বার অফ কমার্সের বহু সদস্য উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে এদিন সংস্থার নতুন সদস্য পদ গ্রহণ করা হয়। এই অনুষ্ঠান থেকে ২০০ এর বেশি চারাগাছ বিলি করা হয়। অনিন্দিতা মুখোপাধ্যায় এবং কবি দত্ত বলেন, “এই গাছগুলি লালন-পালনও করতে হবে। তাহলেই বাঁচবে আমাদের পরিবেশ। বাঁচবে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল। আমাদের লক্ষ্য রয়েছে বন দফতরকে সঙ্গে নিয়ে অরণ্য সপ্তাহে কয়েক লক্ষ বৃক্ষরোপন করার।”
মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার, দুর্গাপুরের পার্ক এখন খাটাল! নির্বিকার পুরসভা
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।