দুর্গাপুর দর্পণ, লাউদোহা, ২৯ জুলাই ২০২৪: পরিত্যক্ত কঠিন তরল বর্জ্য নিষ্কাশন কেন্দ্রে শতাধিক ভোটার কার্ড ও নির্বাচনের নথিপত্র পড়ে রয়েছে। জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায়। এল পুলিশ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
লাউদোহার দুর্গাপুর ফরিদপুর থানা এলাকায় রয়েছে একটি অন্তর্গত পরিত্যক্ত কঠিন তরল বর্জ্য নিষ্কাশন কেন্দ্র। আজ সকালে সেখানে ছড়িয়ে পরে থাকতে দেখা যায় শতাধিক ভোটার কার্ড ও নির্বাচনের নথিপত্র। বিজেপি নেতা ছোটন চক্রবর্তী বলেন, আমরা দলের পক্ষ থেকে বারবার বলেছি, তৃণমূলের গুন্ডাবাহিনী সাধারণ মানুষের থেকে ভোটার কার্ড কেড়ে নিচ্ছে। ভোটে রিগিং করে জিতেছে, আজকের ঘটনায় তা প্রমাণ হয়ে গেল। অন্যদিকে তৃণমূল নেতা সুজিত মুখোপাধ্যায়ের দাবি, বিজেপিকে নির্বাচনে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। এটা ওদের এখনও হজম হয়নি। তাই ঘটনার সত্যতা প্রমাণের আগেই ভিত্তিহীন অভিযোগ শুরু করেছে।
জানা গিয়েছে, কঠিন তরল বর্জ্য নিষ্কাশন কেন্দ্রটি ২০১৭ সালে করে উদ্বোধন হয়েছিল। এলাকার বর্জ্য সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে তৈরি হবে জৈব সার। প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছিল এই প্রকল্পটি। উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলাশাসক সৌমিত্র মোহন। কিন্তু উদ্বোধন হয়েও শুরু হয়নি কাজ। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় পরে আছে কারখানাটি। জানলা দরজা চুরি হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙাচোরা জীর্ণ ঘর গুলির মধ্যে অসামাজিক কার্যকলাপ চলে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
সোমবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ভদ্রপুর এলাকায় পরিত্যক্ত বর্জ্য নিষ্কাশন কেন্দ্রের মধ্যে শতাধিক ভোটার কার্ড ও নির্বাচনের নথি পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর পাশাপাশি সরকারি সীলমোহর, প্রতিটি রাজনৈতিক দলের দলীয় পতাকা পড়ে থাকতে দেখা যায়। প্রত্য়ক্ষদর্শীদের অভিযোগ, খালি চোখে দেখে মনে হচ্ছে, এই সব নথি পোড়ানোর চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।