দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আরজি কর কান্ডের প্রতিবাদে দেশ জুড়ে আইএমএ-র ধর্মঘট। ধর্মঘটের জেরে সব জায়গায় স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা হাসপাতালে কার্যত অচলাবস্থা। রোগীরা অনেকেই চিকিৎসার জন্য এসে ফিরে যাচ্ছেন। হাসপাতালের বহির্বিভাগ ও রুটিন অস্ত্রোপচার সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। খোলা আছে শুধু জরুরি বিভাগ। বহু গেটের তালাও খোলেনি।
এদিন হাতে পোস্টার নিয়ে চিকিৎসকেরা মহকুমা হাসপাতাল জুড়ে প্রতিবাদ মিছিল করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মিছিল ঘিরে ছিল পুলিশের বড় বাহিনী। হাসপাতালে গিয়ে দেখা গিয়েছে, বহির্বিভাগের বাইরে পোস্টার দিয়ে জানানো হয়েছে, আউটডোর পরিষেবা বন্ধ, আরজি করের ঘটনার বিচার চাই। আবার কোনও পোস্টারে লেখা, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই পরিস্থিতিতে আগাম না জেনে হাসপাতালে আসা রোগীরা চিকিৎসা না পেয়েই ফিরে যেতে বাধ্য হয়েছেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
নিজের শিশু সন্তানকে নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন বাসন্তী রায়। তিনি বলেন, “আজ বন্ধ রয়েছে বহির্বিভাগ। ছেলেটা রাত থেকে অসুস্থ রয়েছে। তাই এসেছিলাম হাসপাতলে। ভর্তি করা দরকার ছিল। চিকিৎসা হল না। ফিরে যাচ্ছি।” চিকিৎসক সঞ্চয়িতা রায় বলেন, “ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সারাদেশ জুড়ে প্রতিবাদ করা হচ্ছে। আমরাও সেই প্রতিবাদে সামিল হয়েছি। আমরা যদি সবাই মিলে একসাথে দাবি করি, তাহলে আমরা বিচার পাব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।