দুর্গাপুর দর্পণ, কলকাতা, ৩ জুলাই ২০২৩: রবিবার বিকেলে কলকাতার ধর্মতলা এলাকার একটি হোটেলের সভাগৃহে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে (Justice Rabindranath Samant) সংবর্ধনা প্রদান করল ‘অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম’ (All India Legal Aid Forum)। এছাড়াও সম্মানিত করা হয় সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অদ্রীশ চন্দ্র আগরওয়ালকে। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আরেক অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক দাস চৌধুরী, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান অশোক দেব, মালদ্বীপ এর রাস্ট্রদূত রামকৃষ্ণ জয়সয়াল সহ সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং বিভিন্ন নিম্ন আদালতের আইনজীবীরা।
লিগ্যাল এইড ফোরামে’র সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান, কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে সদ্য অবসর গ্রহণ করেছেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। তিনি তাঁর সুদীর্ঘ ৩৬ বছর বিচারক জীবনে নিম্ন আদালতে মুন্সেফ পদ থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হন। মাঝে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। অন্যদিকে, গত এপ্রিলে আইনজীবী অদ্রীশ চন্দ্র আগরওয়াল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন। হাইকোর্টের আইনজীবী সঞ্জয় বর্ধন, মুকুল বিশ্বাসরা তাঁদের বক্তব্যে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের কর্মজীবন এবং সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যোগাযোগের বিভিন্ন দিক তুলে ধরেন।