দুর্গাপুর দর্পণ, বহরমপুর, ৩১ আগস্ট ২০২৩: মুর্শিদাবাদের (Mursidabad) বহরমপুরে (Baharampur) মেস বাড়ির সামনে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে খুন করে তাঁর প্রেমিক সুশান্ত চৌধুরী। ২০২২ সালের ২ মে তাঁকে ৪২ বার ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। খুনের পর মেসের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করলেও পরদিন সামশেরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় সুশান্তকে। বৃহস্পতিবার সুশান্তকে ফাঁসির সাজা (Death Penalty) দিল বহরমপুর আদালত।
এদিন সাজা ঘোষণার আগে বিচারকের কাছে ক্ষমা চায় সুশান্ত। সে জানায়, বহু কষ্ট করে সে পড়াশোনা করেছে। সমাজকে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু বিচারক তাকে ফাঁসির সাজাই দেন। সুশান্তর আইনজীবী জানান, মক্কেলের ভবিষ্যতের কথা চিন্তা করে যাবজ্জীবন কারাদণ্ডের প্রার্থনা করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।