দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর ২০২৩: ‘‘যে কোনও মৃত্যুর দুটি দিক রয়েছে। প্রথমত, সেটা শোকের। দ্বিতীয়ত, তিনি জীবদ্দশায় যে সৃষ্টিশীল কাজগুলি করে গিয়েছেন, সেগুলির স্মৃতিচারণের মাধ্যমে নিজেদের উদ্বুদ্ধ করে তোলা।’’ Dr. B. C. Roy Engineering College Society এর প্রতিষ্ঠাতা সদস্য নিখিল কুমার শিকদারের স্মরণসভায় যোগ দিয়ে এমনটাই বলছিলেন সোসাইটির সভাপতি ডাঃ সত্যজিৎ বসু।নিখিলবাবু কলেজের সাফল্যের পিছনে সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এসেছেন। কয়েক মাস রোগভোগের পরে নিখিলবাবু ৮০ বছর বয়সে নিজ বাস ভবনে প্রয়াত হন বুধবার। তাঁর নশ্বর দেহ কলেজ ক্যাম্পাসে আনা হয় এবং কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বৃহস্পতিবার কলেজের দুলাল মিত্র প্রেক্ষাগৃহে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা প্রতিবন্ধকতা সত্বেও কলেজ প্রতিষ্ঠায় নিখিলবাবুর নাছোড় মনোভাবের কথা স্মরণ করেন কলেজ সোসাইটির সম্পাদক তরুণ ভট্টাচার্য। একজন এন্টারপ্রেনর হিসাবে সমাজে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন তরুণবাবু।কলেজের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান অমিতাভ চক্রবর্তী শোকবার্তা পাঠ করে শোনান। উপস্থিত ছিলেন কলেজের সব ফ্যাকাল্টি, আধিকারিক ও কর্মীরা। প্রয়াত নিখিলবাবুর স্ত্রী সাধনাদেবীকে এই শোকবার্তা পাঠানো হবে কলেজের তরফে। BCREC এর অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার নিখিলবাবুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘‘নিখিলবাবুর স্বপ্নকে সফল করার পথে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে।’’ Dr. B. C. Roy Academy of Professional Courses এর অধ্যক্ষ ডঃ রাজীব রায়, Dr. B. C. Roy Polytechnic এর অধ্যক্ষ ডঃ চন্দন কুমার ঘোষ, Dr. B. C. Roy College of Pharmacy & Allied Health Sciences এর অধ্যক্ষ ডঃ সমীর কুমার সামন্ত শ্রদ্ধাজ্ঞাপন করেন। কলেজের কোষাধ্যক্ষ তথা সোসাইটির অন্যতম সদস্য জার্নেল সিং প্রয়াত সহকর্মীকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। অধ্যাপক প্রিয়াঙ্কা রায় ও সহ শিল্পীরা দুটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রয়াত নিখিলবাবুর প্রতি শ্রদ্ধা জানান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now