হেলমেট পরা অবস্থায় যদি বাইরের কেউ বাড়িতে ঢোকে তাহলে কেন চিৎকার করল না তারা?
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ নভেম্বর ২০২৩: বাড়িতে ঢুকে ভর দুপুরে তিনজনকে খুন করল দুষ্কৃতী। অথচ বাড়িতে থাকা দুটি পোষ্য বিদেশি কুকুর কেন চিৎকার করল না? পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার সারদাপল্লির খুনের তদন্তে নেমে এই প্রশ্নটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। তাহলে কি যে এসেছিল তাকে চেনে এই দুই সারমেয়?
দেখুন ভিডিও
কয়েকদিন আগে সারদাপল্লির ধনঞ্জয় বিশ্বকর্মা সস্ত্রীক আসামে গিয়েছেন তাঁর বড় মেয়ের বাড়িতে। বাড়িতে ছিল ছোট মেয়ে সিমরান, বিশ্বকর্মার শাশুড়ি সীতাদেবী এবং শ্যালকের ছেলে সনু বিশ্বকর্মা। তাঁদের শ্বাস রোধ করে খুন করা হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু খুন করল কে?
ধনঞ্জয় বিশ্বকর্মার ভাই রাজু বিশ্বকর্মা দাবি করেন তিনি বিশেষ কাজে ইলামবাজারে গিয়েছিলেন। স্ত্রীর মুখে শুনেছেন, হেলমেট পরা অবস্থায় বাইক নিয়ে কেউ এসেছিল ধনঞ্জয়ের বাড়িতে। আবার হেলমেট পরেই বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে চলে যায়। এরপর তাঁর স্ত্রী দেখতে পান সিমরান এবং সীতাদেবীর দেহ পড়ে আছে দুটি বিছানায়। সোনুর রক্তাক্ত দেহ পড়ে আছে বাড়ির উঠোনে।
মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বাড়িতে দু-দুটি পোষ্য কুকুর রয়েছে। হেলমেট পরা অবস্থায় যদি বাইরের কেউ বাড়িতে ঢোকে তাহলে কেন চিৎকার করল না তারা? তাহলে কি খুনের পিছনে পরিচিত কারওর হাত রয়েছে! সবদিক খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।