একই সঙ্গে মোবাইলটি কোলের কাছে নিয়ে সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করছিলেন। সেই সময় বিকট শব্দে মোবাইলটি ফেটে যায়।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ নভেম্বর ২০২৩: ভয়াবহ ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। ৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি প্লাস্টিক কারখানার কর্মী দুপুরে খাওয়াদাওয়ার পর মোবাইল চার্জ দিচ্ছিলেন। একই সঙ্গে মোবাইলটি কোলের কাছে নিয়ে সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করছিলেন। সেই সময় বিকট শব্দে মোবাইলটি ফেটে যায়।
বিস্ফোরণের জেরে ছিন্নভিন্ন হয়ে যায় দুটি উরু, অণ্ডকোষ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁর নাম গোলাম রসুল। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাড়ি সিদ্ধা এলাকায়। তিনি ওই কারখানায় একাই কাজ করছিলেন বলে কারখানা মালিক জানিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।