দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২০ ডিসেম্বর ২০২৩: পিরিয়ডের অসহ্য ব্য়থা থেকে মুক্তি পেতে গর্ভনিরোধক পিল খেয়ে মৃত ১৬ বছরের কিশোরী। ল্যায়লা খান নামে ওই কিশোরী ব্রিটেনের বাসিন্দা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত মাসে পিরিয়ডের প্রবল ব্যথায় কাহিল হয়ে পড়ে সে। বন্ধুরা পরামর্শ দেয়, গর্ভনিরোধক পিল খেলে যন্ত্রণা কমতে পারে। ২৫ নভেম্বর পিল খেতে শুরু করে সে। কিন্তু ৫ ডিসেম্বর থেকে নানা শারীরিক সমস্যা শুরু হয়।
অসহ্য মাথা ব্যথা, বমি হতে থাকে। ব্যথা কমানোর ওষুধ দেন চিকিৎসক। কিন্তু ব্যথা আর কমেনি। বাড়ির শৌচালয়ে একদিন মাথা ঘুরে পড়ে যায় ল্যায়লা।হাসপাতালে সিটি স্ক্যানের পর জানা যায় মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। ১৩ ডিসেম্বর অস্ত্রোপচার হয়। কিন্তু লায়লার জ্ঞান ফেরেনি। তার ব্রেন-ডেড ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে নাবালিকার পরিবার। ল্যায়লার মরনোত্তর দেহদান করেছে পরিবার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।