দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৩ জুন ২০২৩: সব আশা শেষ। দীর্ঘ তল্লাশির বিরতি। ডুবোযান টাইটানের সকল অভিযাত্রীকেই মৃত বলে ঘোষণা করল আমেরিকার উপকূলরক্ষা বাহিনী এবং টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যাওয়া সংস্থা ‘ওশানগেট’। টাইটানিকের ধ্বংসাবশেষের ১৬০০ ফুট দূরে ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষ খুঁজে পায় রোবট (Titanic tour submarine missing)।
দুর্ঘটনার সময় ডুবোযানটি ভিতরের দিকে দুমড়েমুচড়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। গত রবিবার পাঁচ যাত্রীকে নিয়ে সমুদ্রের ১৩ হাজার ফুট গভীরে নেমেছিল টাইটান। যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর থেকেই নিখোঁজ হয়ে যায় ডুবোযানটি। আমেরিকা ও কানাডার সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করে। সমুদ্রের গভীরে নামানো হয় রোবট। কিন্তু শেষ রক্ষা হল না।
WhatsApp Group
Join Now