দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ জানুয়ারি ২০২৪: রোগী সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতাল থেকে তা জানিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাড়িতে গিয়ে মৃত্যু হল রোগীর। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দেহ নিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করে দেন পরিজনেরা। মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালের ঘটনা।
উত্তেজনা সামাল দিতে হাসপাতালে যায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সুরঞ্জন দে (৫৫)। বিধাননগর হাউসিং এর বাসিন্দা। ৩০ ডিসেম্বর হৃদরোগের সমস্যা নিয়ে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে ভর্তি হন ওই হাসপাতালেরই নিরাপত্তারক্ষী সুরঞ্জন। তাঁকে স্থানান্তর করা হয় বিধাননগরের ওই বেসরকারি হাসপাতালে।
হাসপাতালের তরফে জানানো হয়, ক্যালসিয়াম, পটাশিয়ামের সমস্যা ছিল সুরঞ্জনের। তিনি সুস্থ হয়ে গিয়েছেন জানিয়ে মঙ্গলবার দুপুরে ছেড়ে দেওয়া হয়। সুরঞ্জনের ভাই বিধানচন্দ্র অভিযোগ করে বলেন, “দাদাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর সিঁড়িতে উঠতে যায় দাদা। তখনই সিঁড়িতেই বসে পড়ে এবং মৃত্যু হয়। সঠিক চিকিৎসা না হওয়ার জন্যই এমন হল।” চিকিৎসকের বিরুদ্ধে সঠিক চিকিৎসা না করার অভিযোগ তুলে দেহ নিয়ে হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ শুরু হয়। ক্ষতিপূরণেরও দাবি জানানো হয়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।